বগুড়া: বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের জেলা পরিষদ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ শেষে দায়িত্ব হস্তান্তর করা হয়। বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু, বাংলাদেশ জুয়েলার্স সমিতি বগুড়া জেলা সভাপতি মোতলেবুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু, স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই রুবেল। মারুফ আহম্মেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরন করে নেয় অতিথিবৃন্দ। পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করান বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। শপথ বাক্য পাঠ শেষে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন নির্বাচন পরিচালনা কমিটি। এসময় বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সহ-সভাপতি নুর আলম শাহ, হাসান আলী, সহ-সাধারণ সম্পাদক রাজ মাহমুদ কাওছার, লিমন হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সাল আহম্মেদ, ক্রিড়া সম্পাদক সাফেল, সাংস্কৃতিক সম্পাদক মিলন শেখ, ধর্মীয় সম্পাদক রাসেল জিলাদার, নির্বাহী সদস্য মামুনুর রশিদ,আইয়ুর আলী, রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন। গত ৪ সেপ্টেম্বর সংগঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে। বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাজুস সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু নির্বাচন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সুলতান মাহমুদ খান রনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে নবনির্বাচিতদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। অসহায় শ্রমিকদের কল্যানে কাজ করতে হবে। মালিক-শ্রমিক এক হয়ে কাজ করে সংগঠন এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।