নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নির্দেশনায় গত ১২ ই সেপ্টেম্বর ২.৩০মিনিটে এসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ আবুল কালাম আজাদ ও এএসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের অর্ন্তগত কাথম-কালিগঞ্জ রোডে শিমলা বাজারস্থ জনৈক মিলটন চৌধুরী এর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তা উপর অভিযান পরিচালনা পার্শ্ববর্তী সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের থাওইল গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে মোঃ সবুজ আলী (২৮) কে গ্রেফতার করে। আসামী মোঃ সবুজ আলী মিঠুর বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা বিচারাধীন আছে। উল্লেখিত ঘটনা সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রঞ্জু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।