সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় শাহজাহান আলী (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন । আহত শাহজাহান আলীকে প্রথমে সাািরয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে বগুড়া শজিমেক হাপপাতালে ভর্তি করা হয় ।তিনি উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা গ্রামের সায়েদজ্জামান মোল্যার ছেলে । গত বুধবার দুপুর ১২টার দিকে নারচী ইউনিয়নের কুপতলা গ্রামে এঘটনা ঘটে। আহতর পিতা সায়েদজ্জামান মোল্যা জানান, কুপতলা গ্রামের এখলাছ মোল্যা ও তার ভাইদের সাথে দির্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছে । আদালতে আমাদের পক্ষে রায় হয়েছে । জমি জসার জের ধরে এখলাছ মোল্যা ও তার লোকজন পূর্ব পরিকল্পিত অনুযায়ী অতর্কিতভাবে হামলা করে শাজাহান আলীকে মারপিট ও কুপিয়ে মারাতœক আহত করেছে ।