ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা শ্রমিকলীগের ৪৫ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ হেলাল স্বাক্ষরিত এক দলীয়পত্রে এতথ্য জানানো হয়েছে। কমিটিতে ফজলুল হক মিলনকে সভাপতি, জামাল উদ্দিন আকন্দকে সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, জরদীস স্বর্ণকার, আরিফুল ইসলাম, সমিক ঠাকুর, রুবেল মাহমুদ ও বেল্লাল হোসেনকে সহ-সভাপতি, আল আমিন, খায়রুল ইসলাম ও জানে আলম জানুকে যুগ্ন সাধারণ সম্পাদক এবং শাকিব খানকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ধুনট উপজেলা শ্রমিকলীগের দুই বছরের বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।