গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়ার গবতলী দক্ষিনপাড়া ইউনিয়নে আজ শনিবার ২হাজার ঔষধী ও ফলজ বৃক্ষ চারা গাছ রোপন করেন প্রিমিয়ামচ্যারেটি অর্গানাইজেশন। প্রিমিয়াম চ্যারেটি অর্গানাইজেশনেরনির্বাহী পরিচালক জুলফিকার আলী শুভ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন‘শৈলী’ নির্বাহী পরিচালক মামুনুল হাসান শাওন, দক্ষিনপাড়া ইউনিয়নআওয়ামীলীগের সহ সভাপতি ইনতাজ উদ্দিন ব্যাপারী ও সাধারন সম্পাদক আইনুরইসলাম, শিক্ষক আবু সাঈদ, সংগঠনের নেতা ইসরাফিল হোসেন, তৌফিকহাসান, সৌরভ হোসেন, সেলিম উদ্দিন, আরিয়ান সজিব, রোহান আলতৌসিফ, ইসমাইল হোসেন, জহুরুল ইসলাম, ডালিম হোসেন ও সুব্রত কুমার,প্রমূখ। চারাগাছ গুলো লাংলু দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ হতে লাংলু পশ্চিমপাড়াপর্যন্ত রাস্তা দুপার্শে¦ রোপন করা হয়।