সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে নির্বাচনীকর্মসূচি শুরু করলেন সোনাতলার পাকুল্লা ইউপি চেয়ারম্যানজুলফিকার রহমান শান্ত। শুক্রবার বিকেলে পাকুল্লা ইউনিয়নেরখাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আগামী ইউপি নির্বাচনেচেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এ কর্মসূচির সূচনাকরেন। আব্দুস সাত্তার বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুল্লা ইউপি চেয়ারম্যানও বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকাররহমান শান্ত। পাকুল্লা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যরাখেন পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক খন্দকারআরিফুল ইসলাম আরিফ, ইউপি সদস্য আবু তাহের, জোবেদআলী ও চেনু মিয়া।