1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সাংবাদিকদের সঙ্গেরোটারী ক্লাব অব বগুড়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত - Uttarkon
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনায় পুলিশের উপর হামলায় ২ পুলিশসহ আহত ৬, কাউন্সিলরসহ আটক ৩ শাহবাগ ছাড়লেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : প্রধানমন্ত্রী দেশের মানুষ কখনই দিল্লির অধীনতা-বশ্যতা মানেনি, মানবে না : রিজভী বিএনপি পরনির্ভর দলে পরিণত হয়েছে : কাদের সরকারি চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ করার পরিকল্পনা নেই : জনপ্রশাসন মন্ত্রী সিলেট ও সুনামগঞ্জে বন্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাড়ে ৩ লাখ ডলার সহায়তা সাজা স্থগিতের নামে খালেদা জিয়াকে বাসায় নিয়ে বন্দি করেছে সরকার-পাবনার সমাবেশে সাবেক এমপি লালু খালেদা জিয়াকে মুক্ত করতে যেকোন ত্যাগ স্বীকার করতে হবে-আলতাফ হোসেন চৌধুরী আদমদীঘির দমদমা গ্রাম পরিদর্শনে এলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি দল

সাংবাদিকদের সঙ্গেরোটারী ক্লাব অব বগুড়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৭ বার প্রদশিত হয়েছে

রবিবার সকালে দত্তবাড়ীস্থ জামিল শপিং সেন্টারের ৬ষ্ঠ তলায় মামদুদুর রহমান হল রোটারী ভেন্যুতে রোটারী ক্লাব অব বগুড়ার ২০২৪-২৫ রোটাবর্ষের নব-নির্বাচিত কমিটির পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন রোটারী ক্লাব অব বগুড়ার ২০২৪-২৫ রোটাবর্ষের নির্বাচিত প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ সাইরুল ইসলাম। মতবিনিময় সভায় বলা হয়, রোটারীর আদর্শ অনুযায়ী রোটারী ক্লাব অব বগুড়ার রোটারিয়ানগণ নিজেদের অর্থায়নে মানবসেবামূলক কর্মকান্ডে করে থাকে। এসব সেবামূলক কাজে কারো নিকট থেকে কোন অর্থ গ্রহণ করা হয় না। রোটারিয়ানদের আন্তরিক প্রচেষ্টায় অত্র অঞ্চলের সমাজের গরিব অসহায় ও বঞ্চিত মানুষেরা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব বগুড়া ২০২৪-২৫ রোটাবর্ষে যেসব সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে রোটারী তবিবুর রহমান শিক্ষাবৃত্তি ২০২৪-২৫ রোটাবর্ষ হতে দীর্ঘমেয়াদিভাবে চালুকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার, মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সেমিনার, বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে বেঞ্চ প্রদান, বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরিব মেধাবী ও এতিম ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, বই, খাতা, পোশাক, স্কুল ব্যাগ প্রদান অব্যাহত রাখা, প্রশিক্ষিত দরিদ্র মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের সংখ্যা বাড়িয়ে অধিক কর্মসংস্থান সৃষ্টি, সমাজে ডায়াবেটিস ও হৃদরোগ বিষয়ক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার/কর্মশালার আয়োজন করা, পরিস্থিতি বিবেচনায় শীত ও বন্যায় দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী প্রদান, বেসরকারি হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য প্রতি বৎসরের ন্যায় সিলিং ফ্যান প্রদান ও এর আওতা বাড়ানো, ঈদ উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে শাড়ী, লুঙ্গি, বস্ত্রসহ সেমাই, চিনি, দুধ, কিসমিস, মশলা, মুরগী, খেজুর, লবণ, তেল বিতরণ, প্রতিটি উপজেলাভিত্তিক বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প, চক্ষু ক্যাম্পসহ অপারেশন বাস্তবায়ন, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ, গরীব ও ছিন্নমূল ছাত্রদের জন্য স্লিপিং কিটস বিতরণ, পোলিও টিকা ও ভিটামিন এ+ প্রদানের জাতীয় কর্মসূচীতে অংশগ্রহণ, অন্ধদের মধ্যে সাদা ছড়ি বিতরণ, রোটারী স্টোরি আলোচনা, মা ও শিশু নিয়ে স্বাস্থ্য সেবা ক্যাম্প করা এবং গর্ভবতী মায়েদের চিকিৎসা প্রদান, মাদক ও ধুমপান বিরোধী ক্যাম্পেইন, ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার সিপোজিয়াম, হেপাটাইটিস রোগের স্ক্রিনিং এবং টিকা প্রদানের মাধ্যমে লিভার সিরোসিস রোগ প্রতিরোধ করা, বগুড়া শহরের কাঁঠালতলা মোড়ে রোটারি ক্লক স্থাপন করাসহ মোট ৪৩টি কার্যক্রম হাতে নেয়া হয়েছে। উক্ত মতবিনিময় সভায় আরও জানানো হয় যে, রোটারী মূলত ৭টি ফোকাস এরিয়ায় কাজ করে যা হলো- শান্তি প্রতিষ্ঠা ও দ্বন্দ্ব নিরসন, রোগ প্রতিরোধ এবং চিকিৎসা, নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন, মা ও শিশু স্বাস্থ্য, মৌলিক শিক্ষা ও সাক্ষরতা, অর্থনৈতিক ও কমিউনিটি উন্নয়ন এবং পরিবেশ রক্ষা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, পিপি রোটা. মো. মোস্তাফিজার রহমান, ক্লাব প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ সাইরুল ইসলাম,সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেজাউল হক, ভাইস প্রেসিডেন্ট রোটা. সাজেদুল বারী লিখন, রোটা. এম এম রুবেল তালুকদার, রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, রোটা. এ্যাড. মো. শফিকুল ইসলাম শফিক, রোটা. ইয়াসমিন হাসান, ডাইরেক্টর রোটা. মো. সানাউল হক দুলাল, রোটা. ডা. মো. ইব্রাহীম খলিলুল্লাহ, রোটা. মো. মনজুর কাদের, রোটা. প্রদীপ কুমার প্রসাদ, রোটা. কামাল ইনেনু টিংকু, সার্জেন্ট এ্যাট আর্মস রোটা. মাহবুব সাঈদী প্রিন্স, রোটা. ড. আহমেদ আব্দুল্লাহ, রোটা. এস এম আরিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies