বগুড়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র্যালি ও জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরন কার্যক্রম করা হয়েছে। ৫ নভেম্বর বুধবার বেলা ১২টায় বগুড়ার শহীদ খোকন পার্কে জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহ বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। উদ্বোধন শেষে র্যালিতে অংশ গ্রহণ করেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো: শহিদ উল্লাহ, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, এনসিপি নেতা এজাজ আল ওয়াসী জীম, ডা. সানী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, অতিরিক্ত পুলিম সুপার আসাদুজ্জামান, আতোয়ার রহমান, সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস, বাস, মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি তৌহিদুল আলম মামুন, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, জেলা ট্রাফিক পুলিশের এডমিন সালেকুজ্জামান খান।
এতে বক্তারা বলেন, ট্রাফিত সপ্তাহে যৌথভাবে আগামী ৭দিন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও হাইয়ে পুলিশ একত্রিত ভাবে যানজট নিরসণে কাজ করব। ট্রাফিক সপ্তাহের মূল কারণ জনদুর্ভোগ দূর করা। বগুড়ায় যানজটের প্রধান কারণ ফুটপাত দখল করে দোকান বসানো, যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে শহরে যানজট সৃষ্টি হয়। জনদুর্ভোগ দূর করতে ট্রাফিক সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা তৈরী করা। র্যালি শেষে ফুটপাত দখল মুক্ত রাখতে জেলা প্রশাসক হোসনা আফরোজা যানবাহন, ফটপাতের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন।