বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার ৩১তম বর্ষে পর্দাপণ উপলক্ষে কেক কর্তন ও আলোচলা সভা। ১ নভেম্বর শনিবার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কেক কর্তন অনুষ্ঠানে পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দিনক্ষণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মির্জা সেলিম রেজা। সাংবাদিক ইউনিয়ন বগুড়া সাধারণ সম্পাদক আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গণেশ দাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া, রাহাত আহমেদ রিটু, ফজলে রাব্বি ডলার, পত্রিকার প্রকাশক ও সম্পাদক খন্দকার আব্দুর রশিদ (প্রবাল), আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, মাহফুজ মন্ডল, ফেরসৌসুর রহমান। এতে উপস্থিত ছিলেন দিনক্ষণ পত্রিকার ব্যবস্থানা সম্পাদক পবিত্র প্রামাণিক, সাইফুল ইসলাম, শামীম রহমান, জেলা সৎস্যজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, আশরাফুজ্জামান প্রবাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, অনেক চড়াই উৎরায় পেরিয়ে ৩১বছরে পাঠক প্রিয় দিনক্ষণ এখনো এগিয়ে চলছে মাথা উচু করে। ফ্যাসিস্ট সরকারের সময় সংবাদিকরা মন খুলে লিখতে পারেনি। কিন্ত দিনক্ষণ সবসময় সত্যপ্রকাশে অবিচল ছিল। সত্যপ্রকাশে অনেক বাধাঁ এসেছে আমরা দিনক্ষণ পরিবার লেখা বন্ধ করেনি। পত্রিকার শহর বগুড়াতে এখন অনেক কাগজ বন্ধ হয়ে আছে। পত্রিকার চালানোর ব্যয়ভার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা দিনক্ষণকে টিকিয়ে রেখেছি।