1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচয় ঘটিয়েছে -হিরা আগামী নির্বাচন ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরূপ-জামায়াত আমির তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি-ভিপি সাইফুল নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ সান্তাহারে রেলওয়ের ১০৬ বিঘা জমি বেদখল ,গড়ে উঠেছে বস্তি ও বিভিন্ন স্থাপনা আদমদীঘিতে বিড়াল হত্যা ঘটনায় নারীর বিরুদ্ধে থানায় জিডি ঘোড়াঘাটের ভাইরাল সাইমন চখের দৃষ্টি ফিরেপেতে চাই বগুড়ার মহাস্থান ও শহরের পেঁয়াজের ঝাঁঝ চরমে পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ পঞ্চগড় -২ আসনে ফরহাদ হোসেন আজাদ বিএনপি’র প্রার্থী মনোনীত, নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা

নভেম্বরেই গণভোট ও ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করুন : সোহেল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

বগুড়া শহর জামাযাতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বরেছেন, নভেম্বরেই গণভোট ও ফেব্রুয়ারীতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দিন। জামায়াতে ইসলামী নভেম্বর মাসেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট চায়। অবিলম্বে গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি শুক্রবার সকালে নুনগোলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে জামায়াতে ইসলামী বগুড়া সদর পশ্চিম জোনের নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বগুড়া সদর পশ্চিম জোন পরিচালক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে ও জোন সহকারী পরিচালক এনামুল হক রানার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা হেদায়েতুল ইসলাম, শ্রমিক নেতা আজগর আলী, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, আব্দুল হালিম । প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবিদুর রহমান সোহেল আরো বলেন, কোন কোন মহল নির্বাচনের ব্যাপারে রিউমার ছড়াচ্ছে। মনগড়া বক্তব্য দিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি করছে। এ সব ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৩১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে বহু আলাপ-আলোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রায় ৮০টি বিষয় আমরা একমত হয়েছি। তারপরে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। সবাইকে নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। কোনো বিভ্রান্তি না ছড়িয়ে জাতীয় ঐক্য, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থেই সবাইকে সংযত হওয়া উচিত। কোনভাবেই জাতীয় ঐক্য ব্যাহত করা যাবে না। ফ্যাসিবাদ ফিরে আসুক তা আমরা কিছুতেই চাই না। আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র ব্যাহত হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, আমরা আশা করি নির্বাচন কমিশন দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। দেশ আমাদের সবার, তাই আমাদের সবাইকে মিলেই এ দেশকে রক্ষা করতে হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ৫৪ বছরে মানুষের উপর মানুষের প্রভুত্ব ও কর্তৃত্ববাদী শাসনের অবসান চাই। ক্ষমতায় গেলে জামায়াত জনগনের সেবক হবে ইনশাআল্লাহ। নৈতিক শক্তি নষ্ট হয় এমন কাজ জামায়াত কখনও সম্পৃক্ত হবে না। জনগনের মন ও ভালোবাসায় সিক্ত হয়েই জামায়াত বিজয় ছিনিয়ে আনবে । এছাড়া অবিদুর রহমান সোহেল বিকেলে ২০নং ওয়ার্ডের ইছাইদহ গণ সংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট শাহীন মিয়া, মাস্টার শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম। বিকেলে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন। শ্রমিক নেতা নুর আলমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্রাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী আব্দুল মতিন, শহর সভাপতি আজগর আলী, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies