বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়া জিলা স্কুলের বার্ষিক দু’আ মাহফিল ও পুরস্কার বিতরন অনুষ্ঠান’২৫ স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল (মাষ্টার্স) মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) ও শহরের বায়তুর রহম (ভাই পাগলা মাজার সংলগ্ন) জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা মোঃ আবদুস ছালাম। অনুষ্ঠানে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষক মন্ডলী, কর্মচারী , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।