সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:বগুড়ার সারিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলা যুবদলের আয়োজিত আলোচনা সভা,বৃক্ষরোপন, মাছ অবমুক্ত করণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা মাদ্রাসা মোড়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু। সারিয়াকান্দি উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি ও যুগ্ন আহ্বায়ক এম.রুবেল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন,মাহমুদুল হাসান প্রিন্স, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, বগুড়া জেলা যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু জাফর,পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল কবির পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সৌকত। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।