স্টাফ রিপোটার: বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর সোমবার বিকালে বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের আলতাফুনেছা মাঠে থেকে র্যালি পূর্বে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর পরিচালনা সমাবেশে বক্তরা বলেন, গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিগত ৪৭ বছর যাবত দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সক্রিয় ছিল। তাদের মুখ্য ভূমিকা বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণতন্ত্র রক্ষায় দুঃশাসনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে শহীদ জিয়ার নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী এই রাজনৈতিক সংগঠন। মূল দলের পরেই যার অবস্থান। আগামী নির্বাচন বিএনপি তথা ধানের শীষের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতন্ত্রের বিজয় ঘরে তুলতে হবে। বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে যোগদান করতে সমবেত হন বগুড়া জেলার ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ। দুপুর থেকে জেলা বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয় নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীদের হাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসম্বলিত প্যান, ফেস্টুন ও ধানের শীষ দেখা যায়। সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি- আতাউর রহমান শম্ভু, ফেরদৌস আজম সুমন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহবিয়র গোর্কী, বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুবনেতা হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সিনিয়র তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি, প্রচার সম্পাদক রাশেদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৭টায় দলীয় কর্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়া জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশাল বিশাল প্যানা, ফেস্টুন লাগিয়েছেন জেলার নেতৃবৃন্দ। জেলার পার্টি অফিস রংবেরঙে লাইট দিয়ে আলোকসজ্জায় সাজিয়েছেন।