বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ স্কুল প্রাঙ্গণে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলু উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলু। তিনি বলেন, “দেশ আজ এক দুঃসময় পার করছে। মানুষ আজ ন্যায়বিচার ও ভোটাধিকার থেকে বঞ্চিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়িত হলে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, দেশ হবে একটি সুশাসিত রাষ্ট্র।” তিনি আরও বলেন, “এই ৩১ দফার মূল লক্ষ্য হলো— জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা। তাই ঘরে ঘরে গিয়ে এই কর্মসূচি পৌঁছে দিতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ভিপি রানা। তিনি বলেন, “বিএনপি শুধু সমালোচনা নয়, দেশের জন্য একটি সুসংগঠিত বিকল্প কাঠামো তৈরি করছে। এই ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি— গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অন্যায়ের অবসান ঘটবে।” বৈঠক শেষে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা স্থানীয় দোকান, বাড়ি ও মহল্লায় ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।