ব্যাংকার্স জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার সকালে বগুড়ার স্থানীয় একটি হোটেলে ব্যাংকার্স জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকার্স জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের আহবায়ক মোঃ শামছুজ্জোহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ব্যাংকার আব্দুল কাদের এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া পরিষদ বগুড়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ মনজুর হাসান মন্ডল। আরো বক্তব্য রাখেন মোঃ মনজুর রহমান খান, নিয়াজ মোহাম্মদ নাসির, আব্দুল মতিন, এজাজুল ইসলাম, খলিলুর রহমান, আফতাব উদ্দিন প্রমুখ।