সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপি নেতা ও মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মিদের সাথে নিয়ে গত বৃহস্পতিবার বিকেল থেকে সোনাতলা উপজেলার সদর ইউনিয়ন, জোড়গাছা ইউনিয়নের চরপাড়া ও দিগদাইড় ইউনিয়নের বটতলা,সৈয়দ আহম্মদ কলেজহাট রেলস্টেশন-সহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে গণসংযোগ করেন। সেইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। মহিদুল ইসলাম রিপন তিনি তাহার বক্তব্যে বলেছেন আগামীতে বিএনপি দেশনেত্রি বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাতকে শক্তিশালি করতে এবং তাদের নির্দেসনায় আমরা সোনাতলা ও সারিয়াকান্দিতে ধানের শিষ প্রতিক ভোটের জন্য কাজ করে যাচ্ছি। তিনি সকলকে ধানের শিষে ভোট দিয়ে বিএনপিকে রাস্ট্র ক্ষমতায় বসানোর জন্য জনগনকে ভোট দেওয়ার আহবান করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন বিএনপি নেতাশাহজাহান আলী, নজমুল হক জুয়েল,নূরে আলম,বালুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,যুবদল নেতা,বুলবুল আহম্মেদ,সবুজ মিয়া,ডা.লিটন, পল্লব মিয়া,লিটন মিয়া ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম-সহ অনেকে।