সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: পূবালী ব্যাংক পিএলসি সোনাতলা উপ-শাখার ব্যবস্থাপনায় মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় সরকারি নাজির আখতার কলেজ চত্বরে আম ও নারিকেল গাছের চারা-সহ বিভিন্ন প্রকার ফলজ, ঔষধি ও বনজ জাতের বৃক্ষের চারা রোপন করা হয়েছে। চারা রোপন করেন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল কাদেও, সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সবুর ও ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মাইদুল ইসলাম। পরে তারা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক বিশ্বজিৎ বিশ্বাস, আবু সাঈদ, ব্যাংকের জুনিয়র অফিসার মোঃ ফজলে রাব্বী, সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু ও কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী। এর আগের দিন সোনাতলা ফাজিল মাদ্রাসা-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বৃক্ষেরচারা রোপন করা হয়েছে।