বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া শহর শাখার আওতাধীন ৫ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের বাদুতলা স্কুল মাঠে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুর রহমান পিন্টুর সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ও কর্মী সমাবেশ উদ্বোধন করেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড মোঃ হামিদুল হক চৌধুরী হিরু। ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রশিদুল হাসান তালুকদার লিটন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল শেখ নাহিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলফাজ হোসেন গ্যাদা, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কোরবান আলী বাপ্পি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন আখন্দ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জালিল, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শহর বিএনপির সহ দপ্তর সম্পাদক এনামুর রশিদ চন্দন, শহর বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ গুড্ডু, তুহিন তালুকদার, আব্দুল গোফফার, খলিলুর রহমান খলিল, তাইজুল ইসলাম মুন্না, সরোয়ার আহমেদ লিটন, এ কে এম হাবিবুল হাসান মুরাদ, খোরশেদ আলম সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।