নওগাঁ প্রতিনিধি : ”নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে তরুণ ও যুবকদের মানসিক ও স্বাস্থ্য উন্নয়নে নওগাঁয় মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামে মানব স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ রেজাউর রহমান, মহাদেবপুর থানা অফিসার্স ইনচার্জ শাহীন রেজা, মানব স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক সুলতান মোহাম্মদ, ডাক্তার, মসজিদের ইমামগনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। এছাড়াও সরকারের পাশাপাশি প্রত্যেক পরিবার, সমাজসহ সকলকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।