নুরুল ইসলাম পলাশবাড়ী গাইবান্ধা থেকে: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশানের নতুন কমিটি গঠনের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শ্মশান মাঠে অনুষ্ঠিত হয়। এ সমাবেশে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। শ্মশানের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চলে আসা কালে একটি কুচক্রী মহল একটি পকেট কমিটি গঠন করে পুর্বের কমিটির সুনাম নস্ট করার চেস্টাকরলে এলাকাবাসী এইপ্রতিবাদ সভার আয়োজন করে । শ্মশান কমিটির বর্তমান সভাপতি বাবু দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন—প্রভাসক নীহার রঞ্জন চৌধুরী, বিশিস্ট ব্যাবসায়ী শ্যামল চন্দ্র সাহা, আনন্দ মহন্ত, শুভ মহন্ত, বিদ্যুৎ চন্দ্র, সুবল চন্দ্র সরকার, লিখন চন্দ্র সরকার ও পরেশ চন্দ্র সরকার প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, এলাকার ঐতিহ্যবাহী এই কেন্দ্রীয় মহাশ্মশান কমিটিকে পাশ কাটিয়ে অরবৃন্দ ও রাসুদেব নামে কয়েকজন ব্যক্তি বেআইনিভাবে নতুন কমিটি ঘোষণা করেছেন। বক্তারা , ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য নষ্টের অপচেষ্টা হিসেবে এই উদ্যোগের নিন্দা জানান।
বক্তারা আরও বলেন, বাবু দিলীপ চন্দ্র সাহার নেতৃত্বে পূর্বের গঠিত কমিটিই বৈধ ও কার্যকর কমিটি, যা দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় কর্মকাণ্ড ও শ্মশান পরিচালনায় দায়িত্ব পালন করে আসছে। নতুন করে গঠিত কথিত কমিটিকে তারা অবাঞ্ছিত ও অবৈধ ঘোষণা করেন। এ সময় বক্তারা রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশানের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন।