আত্রাই ও রানীনগর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের মৌলিক অধিকার রক্ষার রাজনীতি। আওয়ামী সরকারের আমলে রক্তাক্ত আত্রাই ও রানীনগর এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা বিএনপির নেতাকর্মীরা সবসময় কাজ করে যাব। দুই উপজেলার রাস্তা,ঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন ও চিকিৎসাসেবার মানউন্নয়নে কাজ করতে চাই। বেকার সমস্যা দূর করতে ভারী শিল্প, মিল কারখানা তৈরি করা হবে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকার এই এলাকায় কোন উন্নয়ন বাস্তবায়ন করেনি। লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম, মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১দফার বাস্তবায়ন করে সাধারণ মানুষের জীবনযাপনে পরিবর্তন আসবে।

১০ অক্টোবর শুক্রবার বিকেলে নওগাঁর আত্রাইয়ে ৩১ দফার লিফলেট, বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী সাংবাদিক কালাম আজাদ, বিএনপি নেতা আল আমিন, সুমন সরদার, আকরাম হোসেন, বকুল, আশরাফ, মহাদেবপুর কৃষক দল নেতা মমিনুল ইসলাম পলাশ, সাজ্জাদ হোসেন তোতা, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ব্যারিস্টার জাকির হাসান শিশির,মিটন, এইচ আর মিলট, আশরাফুল আলম আপেল প্রমুখ। মতবিনিময় সভা পূর্বে বান্দাইখাড়া বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ করা হয় ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।