তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবার গ্রুপ পর্বের শেষ খেলায় শহীদ ইয়ামিন একাদশ ৬ উইকেটে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ইয়ামিন একাদশের লেগ স্পিনার আফ্রিদি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় । তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল । এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক খালেদ মাহমুদ রুবেল, ক্রিকেট প্রশিক্ষক মাহমুদ হাসান রিফাত ,রাশেদ হাসান প্রমুখ । খেলায় আম্পায়ার ছিলেন মিথুন ও রিয়াদ। স্কোৱার ছিলেন বাশার। শনিবার সকাল ৯ টায় ফাইনাল খেলায় মুখোমুখি হবে শহীদ ওয়াসিম একাদশ বনাম শহীদ ইয়ামিন একাদশ ।