মহাদেবপুর (নওগাঁ ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ঝড়ে কলা চাষীদের সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার বিকালে এ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয় ঝড়ে এ ক্ষতি হয়। এ ঝড়ে অনেক স্থানে কলার বাগান তছনছ হয়ে গেছে। চকচকি গ্রামের মিলন বলেন , তিনি তার কলার বাগানে ৫ হাজার কলার গাছ লাগিয়েছিলেন এর মধ্যে ঝড়ে প্রায় ৩ হাজার গাছ ভেঙ্গে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ২১০ হেক্টর জমিতে কলার চাষ হযেছে এর মধ্যে ঝড়ে ৪০ হেক্টর জমির কলা বাগান নষ্ট হয়েছে। উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল মোমিন জানান, ঝড়ে কলাচাষী কৃষকদের প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত কলা বাগানগুলোর ক্ষয়- ক্ষতির পরিমান নিরুপণ করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান ঝড়ে ক্ষতিগ্রস্ত কলা বাগানগুলো পরিদর্শন করে এ ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কলা চাষী কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।