“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানকে সামনে রেখে আদমদীঘি-দুপচাঁচিয়া নির্বাচনী এলাকার গোবিন্দপুর ইউনিয়নের প্রতিটি বিদ্যাপীঠে ফুটবল ও বিভিন্ন এলাকার ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। ৭ অক্টোবার মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী লায়ন ফরিদ আহমেদ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের প্রতিটি বিদ্যাপীঠে ফুটবল ও ৩১দফার লিফলেট বিতরণ করেন। এসময় লায়ন ফরিদ আহমেদ বলেন, বর্তমান তরুণ সমাজ নানা প্রতিকূলতার মুখোমুখি। তাদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর চর্চা নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এজন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও স্থানীয় মাঠে ফুটবল বিতরণ করে তরুণদের মাঠমুখী করার চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও জানান, খেলাধুলার প্রসারের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্ম যদি খেলাধুলায় যুক্ত হয় তবে তারা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে উঠবে।

স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীরা জানান, লায়ন ফরিদ আহমেদের এই উদ্যোগে তরুণরা উৎসাহিত হবে এবং নতুন উদ্যমে খেলাধুলায় অংশ নেবে। তারা এ ধরনের কার্যক্রমকে ইতিবাচক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। লায়ন ফরিদ আহমেদ আশা প্রকাশ করেন, বগুড়া-৩ আসনে সুযোগ পেলে তিনি শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।