মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুবেন চন্দ্র বর্ম্মণ আর নেই। সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে শালগ্রাম নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্র, নাতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সুনামের সাথে চাকুরী জীবন শেষ করে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ গভীর শোক প্রকাশ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।