বগুড়ার স্বনামধন্য আবৃত্তি সংগঠন বিহঙ্গ আবৃত্তি পরিদের কার্যালয়ে তিন মাসব্যাপী প্রযোজনা ভিত্তিক আবৃত্তি কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বগুড়ার পুরাতন শিল্পকলা একাডেমি ভবনে বেশ কিছু তরুণদের অশংগ্রহণে এই আবৃত্তি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কর্মশালায় অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সদস্য সুমাইয়া, মিতু, শাহরিয়ার, ওয়াকিল ও শফিকুল ইসলাম আবৃত্তি পরিবেশন করেন। এ সময় ইতোপূর্বে কর্মশালা সম্পন্নকারী সদস্য শফিকুল ইসলাম অভিজ্ঞতা বর্ণনা করেন ও নতুনদের স্বাগত জানান। কর্মশালার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন সংগঠনের নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম। প্রথম দিনের আইসব্রেকিং ক্লাস পরিচালনা করেন সংগঠনের সভাপতি ও আবৃত্তি প্রশিক্ষক ফজলে রাব্বী।
বাকশিল্প ও ভাষাগত দক্ষতা অর্জনের এ কর্মশালায় অন্তর্ভুক্ত রয়েছে বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ, ধ্বনি পরিচিতি, শুদ্ধ বানান, কবিতার ছন্দ, আবৃত্তি নির্মাণ, প্রযোজনার ধারণা, মঞ্চসজ্জা ও পোশাক নির্বাচন, মাইক্রোফোন ও আলোক প্রক্ষেপণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়ভিত্তিক মোট আটজন অভিজ্ঞ প্রশিক্ষক ক্লাস নেবেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নির্ধারিত বিষয়গুলোর পাশাপাশি পল্লীকবি জসীমউদ্দিনের অমর সৃষ্টি নকশী কাঁথার মাঠ কাব্য সংক্ষিপ্ত আকারে দলীয় পরিবেশনার জন্য প্রস্তুত করবেন। আয়োজকরা জানান, এ কর্মশালার মাধ্যমে তরুণ প্রজন্মকে আবৃত্তি ও সুস্থ সংস্কৃতিচর্চায় উৎসাহিত করা এবং প্রযোজনা ভিত্তিক আবৃত্তির বাস্তব অভিজ্ঞতা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অঅয়োজক সংগঠক।