বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের আজীবন দাতা সদস্য অস্ট্রেলিয়ান বসবাসকারী মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেন্সির মৃত্যুবার্ষিক উপলক্ষে আলোচনা সভা, নফল নামাজ, কোরাআন পাঠ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সংসদ কার্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্রের আজীবন দাতা সদস্য অস্ট্রেলিয়ার বসবাসকারী মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেন্সির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, নফল নামাজ, কোরআন পাঠ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সহ-সভানেত্রী অধ্যক্ষ ফজিলাতুন্নেসা, সাধারণ সম্পাদিকা মাহমুদা হাকিম, গাজী রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন সুলতানা, ইনার হইল কাব অব বগুড়ার সেক্রেটারি ইয়াসমিন হাসান, বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের আনজুমান আরা বেগম, নূর দিয়া জাহান লিটা, এডভোকেট সোহানা রহমান, নাসরিন নাহার বারী, আনজুমান বানু, মোজিনা মোতালেব, সুরবিসহ সংসদের নেতৃবৃন্দ, প্রশিক্ষন কেন্দ্রের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেন্সি মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪র্থ কন্যা এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা মাহমুদা হাকিমের ছোট বোন।