গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ২লা অক্টোবর-২৫ বৃহস্পতিবার সকালে বগুড়ার গাবতলীর মহিষাবান ইউনিয়নের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময়কালে নগদঅর্থ প্রদান করলেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, বিএনপি নেতা আবু শাহীন, মহিষাবান ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান খোকন, মহিষাবান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ লিটন মিয়া, স্থানীয় সৌকত হোসেন সহ বিএনপি ও অঙ্গদল এবং পূজামন্ডপ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
