বুধবার বিকেলে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বথুয়াবাড়ী ও পীরগাছা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম গফুর। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে আপনাদের কাছে দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতিত থেকে বর্তমান পর্যন্ত সেই ঐতিহ্য অটুট রেখে বগুড়ার সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছেন। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমানের নির্দেশে আমি আপনাদের পাশে আছি। বগুড়ায় শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সদর উপজেলা বিএনপি নেতা রেজাউল করিম বাতেন, ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক, শ্রমিকনেতা আলমগীর হোসেন, সাইবার দলের নেতা এহসানুল বারি বিপ্লব, যুবদল নেতা মাহবুবুর রহমান, রুহুল আমিন, তাপস কুমার, বিএনপি নেতা পিলু, সাগর, মন্দির কমিটির সভাপতি অনন্ত কুমার, সাধারণ সম্পাদক পিন্টু সাহা, লালনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ এবং ১৬নং দফায় উল্লেখ “ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান” নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
