সনাতন ধর্মীবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবে ডালপট্টি মন্দির পরিদর্শন করছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। ৩০সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকায় মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মীবলম্বীদের উদ্দেশ্যে ভিপি সাইফুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আপনাদের শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি, যুবদলসহ অঙ্গ দলের নেতৃবৃন্দ অতীতের মত আপনাদের পাশে আগেও ছিল, এখনো আছে। বাংলাদেশে যে উৎসব হচ্ছে এখানে হিন্দু, মুসলিম বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশী। আমাদের এ দেশে জন্ম, এখানে মৃত্যু হবে। হিন্দু, মুসলিম সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশেকে এগিয়ে নিতে হবে। হিন্দু ভাইয়েরা মনে করে তারা মাইনোরিটি। মাইনোরিটি, সিনিয়রিটি, মেজরিটি বলে কোন শব্দ নেই সকলেই বাংলাদেশী। আপনাদের পাশে থেকে বিএনপি সরসময় কাজ করেছে। এই উৎসবের পর বাংলাদেশ নির্বাচন মুখি হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে নিবর্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। ভিপি সাইফুল আরো বলেন, আপনারা সবসময় বেগম খালেদা জিয়ার জন্য আশীবার্দ ও প্রার্থনা করেছেন। এই আসনে বেগম খালেদা জিয়াকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাবেক কাউন্সিলর শাহ্ মে: মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ,সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক ফারুকুর ইসলাম ফারুক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, মন্দির কমিটির সভাপতি শ্রী নিরঞ্জন প্রসাদ গোয়ালা ও সাধারণ সম্পাদক শ্রী সুজিত প্রসাদ জয়সাওয়াল, আব্দুল গফুর দারা, এস এম মাহবুবর রহমান লেমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদ।