শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শাড়ী ও ধুতি বিতরণ করা হয়েছে। ২৮সেপ্টেম্বর রবিবার বিকালে শহরের চেলোপাড়া হরিবাসর মাঠে বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাসের আয়োজনে ১২শতাধিক মানুষের মাঝে শড়ী ও ধুতি বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশর, আরডিএ যুগ্ম পরিচালক, ড. আব্দুল মজিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, শহর যুবদলের সভাপতি এহসান হাবিব মমি। আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নু, গাবতলী উপজেলা জেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল, রবিউল ইসলাম দারুন।
