1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বিশুদ্ধ পানির ফিল্টার ও শিশুতোষ বই পাঁচবিবিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য সহ গ্রেফতার-১ আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই- সাবেক এমপি লালু বগুড়া শহর যুবদলের নির্বাচনী প্রস্তুতি সভা ও গণসংযোগের প্রচারপত্র বিতরণ বগুড়ার চকলোকমান হযরত ফাতেমা বাযি. বালিকা মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত নন্দীগ্রামে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে সাবেক এমপি মোশারফের শোডাউন নওগাঁয় জনতার এমপি জাহিদুল ইসলাম ধলু ওধানের শীষের পক্ষে জনমত গঠনে শান্তিপূর্ণ মিছিল বগুড়ার শেরপুরে ১৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি নওগাঁ-৩ আসনে জনিকে বিএনপির মনোনয়ন প্রদানের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
শিরোনাম:
মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বিশুদ্ধ পানির ফিল্টার ও শিশুতোষ বই পাঁচবিবিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য সহ গ্রেফতার-১ আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই- সাবেক এমপি লালু বগুড়া শহর যুবদলের নির্বাচনী প্রস্তুতি সভা ও গণসংযোগের প্রচারপত্র বিতরণ বগুড়ার চকলোকমান হযরত ফাতেমা বাযি. বালিকা মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত নন্দীগ্রামে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে সাবেক এমপি মোশারফের শোডাউন নওগাঁয় জনতার এমপি জাহিদুল ইসলাম ধলু ওধানের শীষের পক্ষে জনমত গঠনে শান্তিপূর্ণ মিছিল বগুড়ার শেরপুরে ১৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি নওগাঁ-৩ আসনে জনিকে বিএনপির মনোনয়ন প্রদানের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

আওয়ামী দোসর হত্যা মামলার আসামী মোস্তাফিজের সচিবালয় সিন্ডিকেট বলয়

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোটার: পরিবেশের ক্ষতি করে আওয়ামী লীগের ছত্রছায়ায় ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন নিতে যাচ্ছেন। পরিবেশগত সুরক্ষা বিপর্যয় এমন আশংকা থাকা সত্ত্বেও বাণিজ্য মন্ত্রণালয় কৃষিবিদ মোস্তাফিজুর রহমানের শ্যামলকে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিতে যাচ্ছে।
এ সর্ম্পকে ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় নিয়মবহির্ভূতভাবে অনুমোদন দেয়া বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের অবৈধ সভাপতি শ্যামলকেও থাকার জন্য বলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও ভাঙ্চুরের চারটি মামলা রয়েছে। কোন অদৃশ্য কারণে এখনও ধরা ছোয়ার বাহিরে রয়েছেন শ্যামল?
নিয়মিত সচিবালয়ে রয়েছে তার আনাগোনা। তার রয়েছে বিশাল সিন্ডিকেট বলয়। এই কেএসএম মোস্তাফিজুর রহমান ফ্যাসিস্ট এর দোসরদের রক্ষায় আমলাদের সাথে লিয়াঁজো রক্ষা করে চলেছেন।
সচিবলায় সূত্রে জানা যায়, এ সভাটি শুধুমাত্র নিয়ম রক্ষার সভা। মূলত মোস্তাফিজুর রহমান শ্যামলকে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিতেই এ সভার আয়োজন করা হয়েছে। আইনে যেখানে বলা আছে, একটি সংগঠন থাকলে সমজাতীয় আর কোন সংগঠনকে অনুমতি দেওয়া যায় না। সেখানে কেএফএম মুস্তাফিজুর রহমান অবৈধভাবে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স এসোসিয়েশেন নামে সংগঠনটি অনুমোদন নিয়েছে। যে সংগঠনের মাধ্যমে নিজের অবৈধ টাকাগুলোসহ অন্যান্য ফ্যাসিস্টদের টাকা পাচারের উদ্দেশ্যে আজকের এই আয়োজন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সহযোগিতায় অন্যান্য মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর / প্রতিষ্ঠানের সম্মতি আদায়ের মাধ্যমে অবৈধভাবে উৎপাদন ও রপ্তানির নামে নতুন দ্বার উন্মোচনের কথা বলে ঐ সংগঠন (বামা) এর বৈধতা নিতে চাচ্ছেন। বাস্তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ।
কৃষিবিদরা মনে করেন, বালানাশক উৎপাদন ও রপ্তানির নতুন দ্বার উন্মোচনের নামে উক্ত মিটিংটি বাংলাদেশের কৃষি এবং পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দেশের বিরুদ্ধে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। এই কেএসএম মোস্তাফিজুর রহমান ফ্যাসিস্টের দোসরদের রক্ষায় আমলাদের সাথে লিয়াঁজো রক্ষা করে চলেছেন। সে আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। আওয়ামী ফ্যাসিস্টদের পতনের আগে গত বছরের ২২ জুলাই শেখ হাসিনা ব্যবসায়ীদের সাথে একটা মিটিং করেছিল। সেখানে হাসিনার সরকার টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের পক্ষে জোড়ালো ভূমিকা রেখেছিল মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বার্হী চেয়ারম্যান ও বালাইনাশক কারিগরি উপদেষ্টা ড. শেখ মোহাম্মাদ বখতিয়ার সাক্ষরিত এক আদেশে বলেন, বাণিজ্য মন্ত্রনালয় বালাইনাশক শিল্প, ব্যবসা-বাণিজ্যের প্রতিনিধিত্বকারী বানিজ্যিক সংগঠন হিসাবে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের অনুকূলে বিগত ৯ জুলাই ১৯৭৯ তারিখে বাণিজ্য সংগঠন লাইসেন্স প্রদান করেছে, সেহেতু বালাইনাশক সংশ্লিষ্ট অন্য কোন বাণিজ্য সংগঠনের অনুকূলে বাণিজ্য সংগঠন লাইসেন্স প্রদান মোটেই আইন সম্মত নয়।

এছাড়া সরকার স্বীকৃত বালাইনাশক শিল্প সংশ্লিষ্ট “বাংলাদেশ গ্রুপ প্রোটেকশন এসোসিয়েশন” থাকার পরেও বালাইনাশক শিল্প সংশ্লিষ্ট একাধিক সংগঠন থাকলে ব্যবসা-বাণিজ্যে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই রকম আরও একটি সংগঠনকে কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি প্রদান করা হলে বাংলাদেশের শিল্প বালাইনাশক শিল্প, বাবসা, বাণিজ্যে শৃঙ্খলা বিনিষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।
কৃষিক্ষেত্রে ফসল সুরক্ষার জন্য বাংলাদেশ বছরে ব্যাপক পরিমাণ বালাইনাশক (কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশকসহ) ব্যবহার করে। তবে উদ্বেগের বিষয় হলো দেশীয় উৎপাদন খুব সীমিত হওয়ায় প্রায় ৯৭ শতাংশ পণ্যই আমদানি করতে হয় এবং কেবলমাত্র ৩ শতাংশ চাহিদা মেটানো হয় দেশীয়ভাবে। সেখানে কিভাবে বামা বালাইনাশক রপ্তানি করবে প্রশ্ন থেকে যায় এবং তা রহস্যজনক!
বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামের মাঠে শত বিঘার শস্যচিত্রে ক্যানভাসে শেখ মজিবের প্রতিকৃতি তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে মোস্তাফিজুর রহমান শ্যামলের ভুমিকা অন্যতম। এটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্যসচিব এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান (শ্যামল) বগুড়ার সারিয়াকান্দিতে গণসংযোগ করেন। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সাথে মতবিনিময়ও করেন। নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ করেও টিকিট পেতে ব্যর্থ হন তবে ড্যামি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তারপরও থেমে থাকেনি তার দলবাজি ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ষড়যন্ত্র। এত কিছুর পরও তিনি আওয়ামী দোসরদের সাথে লিয়াঁজো করে সচিবলায় ও তার বাহিরে ঘুরে বেড়াচ্ছেন দেদারছে।
হত্যা মামলার আসামী প্রক্যাশ্যে কীভাবে ঘুরছে বিষয়টি জানতে চাইলে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আলম মুসা বলেন, হত্যা ও নাশকতার অভিযোগে বগুড়ায় মোস্তাফিজুর রহমান শ্যামলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ঢাকাতেও মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, মোস্তাফিজুর রহমান শ্যামলের বিষয়ে আমরা অবগত। তাকে গ্রেপ্তারের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করতেছে। এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies