গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৫শে সেপ্টেম্বর-২৫ইং বৃহস্পতিবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব মন্ডল। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ জাবেদ আলী মন্ডল রতন এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমবিবিএস (স্বাস্থ্য) মাহামুদুল হাসান মামুন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক জাফর ইকবাল মানিক, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু বক্কর সিদ্দিক ও সহকারী প্রধান শিক্ষক মোঃ সায়ফুল্বা খালেদ সহ অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। শেষে প্রাক্তন মেধাবী কৃতি শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।