মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের উপজেলা সুশীল সমাজ সংগঠন ( সিএসও) গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নারীনেত্রী মোরশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মাকসুদা খানম, টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, ফিল্ড ফ্যাসিলেটর মিলিতা মুরমু, শুক্লা দেব প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে মোরশেদা বেগমকে সভা প্রধান ও আব্দুল মতিনকে সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) কমিটি গঠন করা হয়। জানা গেছে , সুশাসন মানবাধিকার গনতন্ত্র এবং টেকসই উন্নয়নে স্বাধীনভাবে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি করে জলবায়ু পরির্বতন ও পরিবেশগত অবক্ষয়ে সবচেয়ে ঝুকিপূর্ন জনগোষ্টির অধিকার সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে মহাদেবপুর উপজেলার সদর, হাতুর, খাজুর, এনায়েতপুর ও উত্তরগ্রাম ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্প বাস্তবায়ন করছে।