জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২২ সেপ্টেম্বর সোমবারের খেলায় গাবতলী উপজেলা ট্রাইবেকারে ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করেছে । নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের ড্র ছিল । শিবগঞ্জের পক্ষে ইব্রাহিম প্রথমার্ধের ১৩ মিনিটে প্রথম গোল করেন। গাবতলীর পক্ষে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আলামিন গোল পরিশোধ করেন । ট্রাইবেকারে গাবতলী উপজেলা ৫-৪ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে । খেলাটি পরিচালনা করেন রাকিব তাকে সহযোগিতা করেন জোবায়ের ,শাকিল ও লিটন । ম্যান অব দ্যা ম্যাচ গাবতলী উপজেলার আল- আমিন। জুলাই শহীদ শাকিল হাসান মানিকের পিতা শাহিনুর ইসলাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ,ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন ,মাকসুদুল আলম বুলবুল ,আতিক প্রমুখ । আগামীকাল মঙ্গলবার এর খেলা বগুড়া সদর উপজেলা বনাম নন্দীগ্রাম উপজেলা।