গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২১শে সেপ্টেম্বর রবিবার বগুড়ার গাবতলীতে ডিজিটাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ডিটিটিসি) উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। গাবতলী ডিজিটাল মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেদ এর সভাপতিত্বে এবং অত্র ডিটিটিসি’র পরিচালক আব্দুল ওহাব এর সঞ্চালনায়
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক আহ্বায়ক ডাঃ জাবেদ আলী, বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা যুবদলের সদস্য আব্দুল গনি, আবু বক্কর সিদ্দিক শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, যুবদল নেতা আরমান হোসেন রিপন, ছাত্রদল নেতা সনি আহমেদ, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। এরপর গাবতলীতে ডিজিটাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ডিটিটিসি) এর “ট্রেনিং সেন্টার” পরিদর্শন করেন প্রধান অতিথি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।