বগুড়ায় বিআরডিবি কর্মচারী ইউনিয়ন (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০সেপ্টেম্বর দুপুর ১টায় কৈগাড়ী বিআরডিবি কনফারেন্স রুমে কর্মচারী সমাবেশের উদ্বোধন করেন উদ্ভোধক বাংলাদেশ বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম মনিরুল হক মনির। মোছা: সেলিনা আখতারের সভাপতিত্বে কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ। মাঠ সহকারী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রেজাউন নবী রেজা, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাহবুবুর রহমান, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম। সমাবেশে আরো বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম, ফিরোজ আহমেদ, হামিদুর রহমান, মাঠ সহকারী মতিয়ার রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিগত দিনে অনেকে বৈষম্য শিকার হয়েছে। নিযাতিত হয়ে চাকুরী হারাতে হয়েছে। বৈষম্যে দিন শেষ এখন কাজের পরিবেশ নতুন করে তৈরী করতে হবে।