নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নবীন বরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ৯ ই সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় কলেজের হলরুমে উক্ত আলোচনা সভায় নন্দীগ্রাম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল আমিন এর সভাপতিত্বে এবং প্রভাষক মানজার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য ও নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার। ঐ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব ও সদস্য আব্দুল আজিজ, অত্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক, রহমত ইকবাল ডিগ্রি কলেজ বামিহাল এর সাবেক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বুড়ইল ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ। উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (বিএম) একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।