শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় “জাগ্রত আমি বাংলাদেশ ফাউন্ডেশন”-এর উদ্যোগে জগন্নাথপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ওষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি। তিনি শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেন। সভাপতিত্বে করেন মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর মাদ্রাসার সুপার আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আরমান হোসেন রকি,শাজাহানপুর পশ্চিম শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সোয়াইব ইসলাম,দক্ষিণ শিবিরের সভাপতি যোবাইর,সমাজসেবক আবুল খায়ের, জামাল উদ্দিন সহ স্থানীয় এলাকাবাসী ও জাগ্রত আমি বাংলাদেশ ফাউন্ডেশনের মোস্তাসিম বিল্লাহ,সোহাগ, সদস্যবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় ও আগামী প্রজন্মকে সবুজ প্রকৃতি উপহার দিতে বেশি বেশি গাছ লাগাতে হবে।” তিনি শিক্ষার্থীদেরও এ উদ্যোগে সম্পৃক্ত হয়ে সমাজে সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান।