রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইনের সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ১২অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হবে টাইফয়েড ভ্যাক্সিনেশন কার্যক্রম। ক্ষতিকর রোগ প্রতিরোধে সরকার বিনামূল্যে এই টাইফয়েড ভ্যাক্সিন প্রদান করা হবে বলে জানানো হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হানসহ শিক্ষা কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ কমিটির সদস্যবৃন্দ। সভায় টিকাদানের সার্বিক বিষয় তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান,৯মাস বয়স থেকে শুরু করে ১৫বছরের সকল ছেলে-মেয়েরা এই টিকা পাবে। উপজেলায় টাইফয়েড টিকার মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০হাজার ৭৫১জন। এর মধ্যে স্কুলের শিক্ষার্থী (প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়) ২৯হাজার ৫০৩জন এবং কমিউনিটিতে ১১হাজার ২৪৮জন। এই টিকা অবশ্যই ভরা পেটে গ্রহণকরতে হবে জানিয়ে তিনি আরো বলেন,টিকাদান কার্যক্রম চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্দিষ্ট বয়সের ছেলে-মেয়েরা টিকা গ্রহণ করতে পারবে। ইতি মধ্যেই ৩হাজারের বেশি রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।