বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বদলগাছী উপজেলা শাখার আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র্যালী শেষে সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৩ ( বদলগাছী -মহাদেবপুর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সহ-সভাপতি আলহাজ্ব আল এমরান হোসেন,সহ-সভাপতি আলহাজ্ব মীর মহিউদ্দিন আলমগীর, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, মহিলাদলের সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শাম্মী আক্তার, যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা প্রমুখ।