স্টাফ রিপোটার ঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালাকদার লালু বলেছেন, নির্বাচন অবশ্যই এ দেশে হবে। নির্বাচন হতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব অন্তর্বরতী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে, সেই ধরনের সরকার দরকার। জনগণের জবাবদিহিতামূলক সরকার হবে নির্বাচিত সরকার। ১৬ বছর আওয়ামীলীগের মিথ্যা মামলায় আমরা কোর্টকাছারি ও জেলাখানার বারান্দায় ঘুরতে হয়েছে। তিনি বুধবার বিকালে বগুড়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের ফুলবাড়ি উত্তরপাড়া এলাকায় বগুড়া বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নিহার সুলতানা তিথি’র আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন।
সাবেক এমপি লালু আরো বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা জনগণের ক্ষোভের কারণে পালিয়ে গেছে। আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা আবারও স্বাধীন হয়েছি। দেশে থেকে অন্যায়, অত্যাচার ও জুলুম দূর করতে হবে। বিএনপি সরকার গঠন করলে আবরো তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়নের কাজ শুরু হবে আপনারা এই শীতবস্ত্র কম্বল নিয়ে অসুস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আরো দোয়া করবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে এবং যারা বিগত জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার নাজাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিবলী সাদিক মানিক। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ জেলা মহিলা দলের সহ-সভাপতি নিলুফা কুদ্দুস, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার শিল্পী, শহর মহিলা দলের যুগ্ম সম্পাদক মনিরা খান, রুনু, সোমা, কাজাল, চৈতী, রিতি প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ পুর্বে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।