1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন - Uttarkon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ বগুড়ায় জাসদের ভেঙে ফেলা কার্যালয় ব্যক্তি মালিকানার দাবি আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি,সর্বত্র উত্তেজনা মুক্তিযোদ্ধা নন, মোজাম্মেল হলো খুনী ও ধর্ষক ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল ৬৪ জেলায় বিএনপির কর্মসূচি ১১ ফেব্রুয়ারি থেকে গাজীপুরে ‘ভাঙচুর’ ঠেকাতে ছাত্রদের ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা : গ্রেফতার ১৬, থানার ওসি প্রত্যাহার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে: ড. খন্দকার

সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭ বার প্রদশিত হয়েছে

সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলেন করেছেন সূচনা সিস্টেম কম্পিউটার্স এন্ড প্রিন্টার্স এর স্বত্বাধিকারী নজমুল হক সোহেল। ৪ ফ্রেরুয়ারী দুপুরে বগুড়া প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মোঃ নজমুল হক সোহেল, পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-দশটিকা, খানা ও হেলা-বগুড়া। স্বত্বাধিকারী-সূচনা সিস্টেম কম্পিউটার্স এন্ড প্রিন্টার্স। আমার বিরুদ্ধে গত ইং ০৩/০২/২০২৫ তারিখে। বগুড়া প্রেস ক্লাবে মোঃ জাহাঙ্গীর হোসেন, পিমা-মৃত মালেক উদ্দিন প্রাং, সাং দশটিকা, থানা ও জেলা-বগুড়া কর্তৃক সংবাদ সম্মেলন করেছেন। আমি উক্ত সংবাদ সম্মেষনের প্রতিবাদে আজ পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীর হোসেন জেলা বগুড়া, থানা-বগুড়া সদর, নুনগোলা ইউনিয়নের কুকরুল মৌজার মরাকাটা বন্দর নামক স্থানে আর,এস ৬২৫, সাবেক ১৭১৬, ১৭৬৬, ১৭৭২ হাল দাগ ২৫৮১, ১৫৮৯, ২৬১১ এর যে সম্পত্তির ব্যাপারে সংবাদ সম্মেলন করেছেন উক্ত সম্পত্তিতে আর কোন স্বত্বদখন নাই বা কখনও কোন দিনই ছিল না। যাদের পক্ষে অর্থাৎ মোঃ শহিদুল ইসলাম ও মোঃ শামিম হোসেনের পক্ষে জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলন করেছেন, তারা সম্পূর্ণ সাবালফ ও পুর্ণবয়স্ক ব্যক্তি। তারা কখনও আমার বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা দলিল বিষয়ে কোন অভিযোগ করেন নাই। তারা দীর্ঘদিন পূর্বে সাবালক হওয়ার পরও উক্ত সম্পত্তি বিষয়ে কোন দাবী দাওয়া করেননি বা কোন মামলা মোকদ্দমা করেননি। প্রকৃত বিষয় হচ্ছে, উক্ত দাগের ২২ শতক সম্পত্তি আব্দুল মালেকের সম্পত্তি দিল। উক্ত আব্দুল মালেক তার দুই কন্যা মোছাঃ মজিরন বিবি ও মোছাঃ নুরজাহান বেগম বরাবর গত ০৫/০৬/১৯৮০ ইং তারিখে ১৩৬৪৮ নং হেবা দলিল মুলে হস্তান্তর করেন। মোছাঃ নূরজাহান বেগম উক্ত সম্পত্তির মধ্য হইতে ১১ শতক সম্পত্তিতে স্বত্ববান ও দখিলকার থাকাকালে মৃত্যুবরণ করলে তার দুই পুত্র শামিম হোসেন ও শহিদুল ইসলাম ওরফে সাইদুর রহমান এবং দুই কন্যা মোয়াঃ পারুল বিবি ও মোছাঃ মিনি বিবি উক্ত সম্পত্তিতে স্বত্ত্ববান ও দখিলকার থাকাকালে সংবাদ সম্মেলনকারী জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর হোসেন সহ ৫ জন উক্ত সম্পত্তির অর্ধেক অংশ নাবালক শহিদুল ইসলাম ওরফে সাইদুর রহমান এবং তাহার বোন পারুল বিবির নিকট হইতে ক্রয় করেন। বাকী অংশ অর্থাৎ নাবালক শামিম হোসেন ও তার পক্ষে অপর বোন মিনি বিবি এর নিকট হইতে ১৮২৮২ নং রেজিস্ট্রি দলিল মূলে গত ২৯/০৮/২০০৫ তারিখে আমি ক্রয় করি। সংবাদ সম্মেলনকারী জাহাঙ্গীর হোসেন উক্ত সলিলের সনাক্তকারী হিসাবে স্বাক্ষর করেন। এমতাবস্থায় হস্তান্তরকারী কোন আপত্তি না থাকা স্বত্বেও জাহাঙ্গীর হোসেন আমার বিরুদ্ধে এই ধরণের সংবাদ সম্মেলন করে, আমাকে ভূমিদস্যু হিসাবে সম্বোধন করে মানসম্মান ক্ষুন্ন করেছেন যা মানহানীকর বটে। জাহাঙ্গীর আলম সম্পূর্ণ বেআইনী উক্তিতে আমার বিরুদ্ধে উক্ত মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন এবং সম্মানহানীকর সংবাদ সম্মেলন করেছেন। আমি তার সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে এই মর্মে আর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies