সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী দ্বি-মুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আজহার আলী মোল্ল্যার নিয়োগ বাণিজ্য দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মূল গেটে তালা ঝুলিয়ে মাদ্রাসার সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, মুহাঃ আজহার আলী মোল্ল্যা মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব নেয়ার পর থেকেই নানা ভাবে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শিক্ষার মানোন্নয়নের চেয়ে কলেজটিতে স্বেচ্ছাচারিতা নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। এছাড়া মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা নেই। বারবার বলার পরেও ব্যবস্থা করতে পারেননি। তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। এ বিষয়ে অধ্যক্ষ মুহাঃ আজহার আলী মোল্ল্যা কাছে জানতে চাইলে তিনি বলেন, কি কারণে তারা বিক্ষোভ মিছিল করছেন তা আমি জানি না। আপনাদের মাধ্যমে এইমাত্র জানতে পারলাম। এ বিষয়ে বগুড়া জেলা অতিরিক্ত প্রশাসক ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন বলেন, বিষয়গুলো পর্যালোচনা করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।