আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা’র রুহের মাগফিরাত কামনায় আদমদীঘির শালগ্রামে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (১ ফেব্রুয়ারী) শনিবার সন্ধ্যায় উপজেলার শালগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা রহমত আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, আব্দুল মোত্তাকিন মুক্তা, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা রেজাউল হক বাচ্চু, নজরুল ইসলাম, আবু তাহের প্রভাষক মোতালেব হোসেন, যুবদল নেতা জুয়েল রানা, শাহ রিয়ন, ছাত্রনেতা ওয়ালিউল ইসলাম মিলন, মসজিদের ঈমাম মাওঃ আব্দুল হাকিম, হাফেজ ফরিদ হোসেন, মাওঃ হামিদুল ইসলাম প্রমূখ। সভায় মোনাজাত পরিচালনা করেন বায়তুল নূর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন।