গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ শনিবার বগুড়ার গাবতলী দূর্গাহাটা প্রাক্তন ছাত্রসংঘ এর উদ্যোগে স্থানীয় পাবলিক মাঠে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এর প্রধান অতিথি সাবেক এমপি লালু কে অত্র সংগঠনের পক্ষে থেকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। দূর্গাহাটা প্রাক্তন ছাত্র সংঘ এর সাবেক সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আতিকুল ইসলাম (আতিক) এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাবেক সহ-সভাপতি সৈয়দজ্জমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুকু, বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ লিটন মিয়া, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ সবিন, মিনারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকিরুল ইসলাম জিকু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সদস্য আবু বকর সিদ্দিক শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা ছাত্রদলের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবীবে মিল্লাত মিল্টন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিরব হাসান, অত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মাহমুদ, সাফিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছার রহমান মুকুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। দুর্গাহাটা ইউনিয়নের মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।