মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বিহার স্কুল মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিহার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম রনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সুমন, জেলা কৃষক দল নেতা আবু বক্কর, ইকবাল হোসেন, উপজেলা সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, উপজেলা নেতা আফছার আলী, আব্দুস সালাম, দলীলুর রহমান, রঞ্জু মিয়া, শহিদুল ইসলাম প্রমুখ।