মানব সেবাই আমাদের কাম্য এই শ্লোগানকে সামনে রেখে ৩১ জানুয়ারী শুক্রবার বগুড়ার গাবতলী বাগবাড়ীতে নশিপুর ইউনিয়ন মানবতার দেওয়াল এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর কনিষ্ঠ পুত্র মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়। নশিপুর ইউনিয়ন মানবতার দেওয়াল এর সদস্যবৃন্দদের আয়োজনে অত্র সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ তুষার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র সংগঠনের পরিচালক রাগিব হাসান এবং স্থানীয় সমাজসেবক রুহুল ইউসুফ মুঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আয়নাল হক, কোষাধ্যক্ষ মাসুদ রানা, দপ্তর সম্পাদক সাখাওয়াত, প্রচার সম্পাদক সুমন ইসলাম, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল হক, নিবার্হী সদস্য সিয়াম আহমেদ, মেহেদী হাসান এবং উপদেষ্টা মন্ডলী ও নির্বাহী কমিটির সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।