দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার দুবড়া মধ্যপাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠি হয়েছে। ৩১জানুয়ারি শুক্রবার বিকালে দুবড়া তালপুকুর মাঠে ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ডিমশহর একাদশ ৫-৪ গোলে মেঘা একাদশ হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে দুবড়া মধ্যপাড়া ইয়ং স্টার ক্লাবের সহসভাপতি শফিকুল প্রামানিকের সভাপতিত্বে ও তালোড়া পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি অরভিলের পরিচালনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুপচাঁচিয়া পৌর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশতাকুর রহমান মেশকাত, জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, উপজেলা যুবদলের সদস্য আশরাফুল আলম, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, তালোড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রেহান সরকার মুকুল, তানভীর আহম্মেদ ফেরদৌস, তালোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক এনামুল হক, তালোড়া পৌর যুবদলের আহবায়ক এমদাদুল হক, তালোড়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এরফান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুবড়া মধ্যপাড়া ক্রীড়া সংঘের সভাপতি রায়হান মোল্লা, তালোড়া পৌর যুবনেতা তারেক সরকার প্রমুখ। শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন মন্টু মোল্লা। তাকে সহযোগিতা করেন আব্দুল মজিদ ও দেলোয়ার হোসেন।