এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৩৬৮ কোটি টাকা মূল্যের ৫৮ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে বেশির ভাগ জমি চট্টগ্রাম জেলায়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে এসব জমি ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ। ১৬ জানুয়ারি এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানিতে তাঁদের নামে থাকা ৩২ কোটি ১০ লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এসব শেয়ারের মূল্য সাড়ে তিন হাজার কোটি টাকা।